বিজ্ঞপ্তি : সিলেটে নিখোঁজের ৪দিন পরও খুঁজ মিলেনি শিমু রানী দাস (বুদু) (১৩) নামে এক কিশোরীর৷
নিখোঁজের ঘটনায় গত শুক্রবার (১৫ নভেম্বর) নিখোঁজ কিশোরীর বোন পূর্ণিমা দাস বাদি হয়ে শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নং: ৮২৯ তাং:১৫/১১/২০২৪ইং) দায়ের করেন।
নিখোঁজ শিবু রানী দাস সুনামগঞ্জ জেলার পাগলাবাজার মৌ গাঁছুয়া গ্রামের গবিন্দ দাসের মেয়ে। বর্তমানে তারা সিলেট নগরীর শাহপরাণ থানার শিবগঞ্জ খরাদিপাড়া এলাকায় বসবাস করছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর সকাল পৌনে ১২ টার দিকে শিমু রানী দাস বুদু কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর দুপুর ১২ টার দিকে তার খুঁজ করলে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
এদিকে তাকে খুঁজে না পেয়ে পাগলপ্রায় হয়ে গেছেন পরিবারের সকল সদস্যরা।
শিমু রানী দাসের সন্ধান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তার বোন পূর্ণিমা দাস। কোন সুহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে এই নাম্বারে (০১৭০১-৪৫৪৮১৫) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।