শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর জেলা পরিষদ মিলনায়তনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও আনন্দ মোহন কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদির শৈশব (২২) এবং সিফাত (২৩)।
কোতোয়ালি মডেল থানার পরির্দশক (ওসি) মো. সফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় রিয়াদ সারোয়ার নামে একজন থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, জেলা পরিষদ হলরুমে বিকেল ৩টায় বৈষম্যবিরোধীদের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা শুরু হয়। এ সময় রিয়াদের সঙ্গে রিমন মিয়া নামের এক শিক্ষার্থীর তর্ক হয়। এ ঘটনার জের ধরে সভা শেষে রিয়াদ তার বন্ধুদের নিয়ে বাইরে আসলে রিমন, সিফাত, আকাশ ও ইমন তাদের ওপর হামলা চালান। এতে রিয়াদের বন্ধু শৈশব ও সিফাত নামের দুইজন আহত হন।
অভিযোগ উঠেছে, হামলাকারী রিমন মিয়া নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। তার নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মো. আশিকুর রহমান আশিক বলেন, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটেছে।