কোম্পানীগঞ্জ প্রতিনিধি : জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সঙ্গে আন্দোলনের সময় কোম্পানীগঞ্জে আহত ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রশাসনের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান, উপজেলা এলজিইডি কর্মকর্তা আসিফ খাঁন, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মৃনাল কান্তি চৌধুরী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা জামায়েত ইসলামের সভাপতি ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান রাসেল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, অভ্যুত্থানে আহত সাংবাদিক কবির আহমদ, সাংবাদিক সোহরাব আহমদ, মোস্তাফিজুর রহমান, ফয়ছল আহমদ, শাহজাহান আহমদ, মইনুল ইসলাম, ইমন চৌধুরী, সাজ্জাদুর রহমান, রুহান আহমদ, মাহদী হাসান জাকির, লিটন মাহমুদ, মো: খালেকুজ্জামান, শাহীন আহমদ, ইকবাল হোসেন, সোলেমান আহমদ, রেদোয়ান আহমদ, সোহেল আহমদ,জাকির হোসেন, আদনান সোহাগ, সিদ্দিকী আবুল আলা সহ জুলাই-আগস্টের আন্দোলনের সংগ্রামী শতাধিক ছাত্র-জনতা এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।
সভায় বক্তরা বলেন, স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও বিভিন্নভাবে এ দেশ কে নিয়ে ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা মিলে দেশকে নতুন করে গড়তে হবে। শহীদের আত্মদান ব্যর্থ হতে দেওয়া যাবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা শহীদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।