গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলায় ঘটনায় নজরুল ইসলাম (৪৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃত আসামি নজরুল ইসলাম উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের বাঙ্গালীগুল গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। সে পুলিশের ওপর হামলার (মামলা নং: ১২ তা: ১১/১১/২০২৪ইং) ৭নং এজাহারভুক্ত আসামি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যহৃত রয়েছে।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর পশ্চিম আমুড়া ইউনিয়নের এরাল বিলে ৩ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় থানার উপপরিদর্শক সুরুজ আলী বাদি হয়ে ২৪ জনের নামোল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় এখন পর্যন্ত ৫ জন গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এরাল বিলে অগ্নিসংযোগ, লুটপাট ও চুরির অভিযোগ এনে ৪২ জনের নামোল্লেখ ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি গত ১৫ নভেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা ন: ১৪ তাং:১৫/১১/২০২৪ইং) দায়ের করেন ঘাগুয়া দেউলগ্রামের মৃত তমছির আলীর ছেলে আলী নুর (৪৯)। এ মামলার ৪নং এজাহারভুক্ত আসামি নজরুল ইসলাম।