বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ বাজার মনিটরিং করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফয়সল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছালাহ উদ্দিন ভূইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মোহাইমিন চৌধুরী।
এসময় বিভিন্ন দ্রব্যমূল্য যাচাই করা হয়। পাশাপাশি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।