নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা শাখার (২০২৫-২৬) সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলার (রোকন) সদস্যদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ জামাল। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হয়েছেন সিলেট জেলা (পূর্ব) ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাবিবুল্লাহ দস্তগীর।
বিজ্ঞাপন
রবিবার (১৭ নভেম্বর) উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে (২০২৫ -২৬) সেশনের জন্য নতুন কর্মপরিষদ গঠন করা হয়।
কমিটিতে নায়েবে আমীর হিসেবে জিন্নুর আহমদ চৌধুরী ও এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে এহতেশামুল আলম জাকারিয়া মনোনীত হয়েছেন।
এ ছাড়াও কর্মপরিষদের বাকি সদস্যরা হলেন - আব্দুস সালাম আযাদ, রশীদ আহমদ, জসিম উদ্দিন, রাসেল আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, কবির আহমদ।