বিজ্ঞপ্তি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গোলাপগঞ্জ নিরাপদ সড়ক চাই (নিসচা) থেকে সংগঠনের সহসাধারণ সম্পাদক সুমন আলীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের সভাপতি ইলিয়াস আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর স্বাক্ষরিত প্যাডে সুমন আলীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সংগঠনের কার্যনিবাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে সরাসরি অস্ত্র নিয়ে অবস্থান করায় সুমন আলী সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।