গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল কেনাবেচার টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নিহত সিএনজি অটোরিকশা চালক রিমন আহমদ (২২) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নিহত রিমন আহমদের পিতা ইছরাব আলী (৫০) বাদি হয়ে ৬ জনের নামোল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং:১৮ তাং,২৬/১০/২০২৪ই)।
গ্রেপ্তারকৃতরা হলেন, একই এলাকার মজির উদ্দিনের দুই মেয়ে তাহমিনা (১৯) ও হালিমা (২০)।
নিহত যুবক রিমন আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামের ইছরাব আলীর ছেলে। সে পেশায় সিএনজি অটোরিকশা চালক।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলার ৫ ও ৬ নাম্বার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল কেনাবেচার টাকা নিয়ে নিহত রিমন আহমদের চাচাতো ভাই বদরুল ইসলামের সাথে প্রতিবেশী ছাদেক আহমদের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রিমন আহমদকে মামলার আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রিমন আহমদ গুরুতর আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।