আলোচিত সিলেট ডেস্ক : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে দক্ষিণ সুরমা উপজেলায় ২য় বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) প্রধান নির্বাচিত হওয়ায় তুরুকখলা ইসলামীয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল ফাত্তাহ সাহেবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় মাদ্রাসার হল রুমে উপাধ্যক্ষ মাওলানা মো: নুর উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: আক্কাস আলীর পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মোশাররফ হোসাইনকে বিধায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি মাওলানা মোহাম্মদ আবদুল ফাত্তাহ তার বক্তব্যে বলেন, আমার এ কৃতিত্ব ব্যক্তিগত নয়। এ কৃতিত্ব প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কমিটি ও এলাকাবাসীর। সকলের সহযোগিতায় এ সুনাম বয়ে আনা সম্ভব হয়েছে। সবধরনের সহযোগিতা থাকলে আগামীতেও আমাদের অর্জন অব্যাহত থাকবে।
এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তুরুকখলা ইসলামীয়া বালিকা আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: রুহুল আমীন চৌধুরী, ইসলামের ইতিহাসের প্রভাষক মো: আতাউর রহমান, সিনিয়র শিক্ষক মো: আনিসুজ্জামান খোকন, বিশিষ্ট শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন, কামাল হোসেন, ফেরদৌসী আক্তার, রাজিয়া সুলতানা, আব্দুল মজিদ, মাওলানা ফখরুল ইসলাম, জামাল উদ্দিন আহমদ।