সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে পৃথক অভিযানে আসামিদের গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বারৈকান্দি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ফজল মিয়া (২৩), চৌশতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে কয়সর মিয়া (২০), পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত ঝাড়ু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২), উপজেলার কমলাপুর গ্রামের বাতেন উল্লার ছেলে বজলু মিয়া (৪৫)।
নবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ফজল মিয়া জিআর-৮৬/২২ (নবী) এর ১ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি। এছাড়া ফিরোজ মিয়া সিআর-৪৩১/২৪ (নবী) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি। বাকি আসামিদের বিরুদ্ধেও মামলা রয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন ৪ জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারের পর তাদেরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।