গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমে শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ২হাজার ৬৫৭ জন। পাসের হার ৮৩.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন। সর্বোচ্চ ১১৪টি জিপিএ-৫ পেয়েছে সরকারি এমসি একাডেমি।
এছাড়াও আলীম পরীক্ষায় উপজেলার ৫টি মাদ্রাসা থেকে ১৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করে ১৬৭ জন। পাসের হার ৯৯.৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন। ২জনই ফুলবাড়ি আজিরিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী।
গত বছর এ উপজেলায় এইচএসসিতে পাসের হার ছিলো ৭৮.৪৩ শতাংশ। জিপিএ-৫ পায় ৬০ জন শিক্ষার্থী। সে বছরও সবচেয়ে বেশি ৪৯টি জিপিএ-৫ লাভ করে সরকারি এমসি একাডেমি। উপজেলায় আলীম পরীক্ষায় পাসের হার ছিলো ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন।