ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মহাসড়কের পাশের জমি থেকে অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর ইউনিয়নের খাশিকাপন ছিলমানপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ওসমানীনগর ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ।
এসময় পুলিশ মরদেহের পাশে পরে থাকা (সিলেট মেট্রো-ল-১২-২১৫৪) একটি মোটরসাইকেল উদ্ধার করে।
যুবকের সঠিক পরিচয় নিশ্চিত না হলেও তার সাথে থাকা একটি জাতীয় পরিচয়পত্রে লেখা দেখা যায় নিহতের নাম রুহুল আমিন। বাড়ি সিলেট সদর থানার সাগরদিঘীর পাড়। নিহত ব্যক্তি রুহুল আমিন কি না এ ব্যাপারে যাচাই বাচাই করছে হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী। কোনো অজ্ঞাতনামা গাড়ী মোটরসাইকেলটিকে চাপা দেয়ার কারণে মহাসড়কের পাশে ছিটকে পরে এই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হতে পারে। মোটরসাইকেলটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।