গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুলকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে লক্ষীপাশা ইউনিয়ন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিকেলে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামি লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামের বাসিন্দা। তিনি গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য।
জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের ছানি হত্যা মামলার এজাহারভুক্ত ১৮নং আসামি মাহতাব উদ্দিন জেবুল। এছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, আসামিকে র্যাব-৯ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। পরবর্তীতে সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।