গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে৷
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে পৌর শহরের চৌমুহনীতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।
জানা যায়, পৌর শহরের চৌমুহনীতে অবৈধভাবে গড়ে ওঠে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট৷ যে কারণে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হয়। প্রতিবার অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে আবারও নিজ নিজ অবস্থানে অবৈধ দোকানপাট ফিরে আসে। মঙ্গলবার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অভিযানে নামে উপজেলা প্রশাসন। এসময় প্রায় শতাধিক ব্যবসায়ীকে হুশিয়ারী করা হয়। এছাড়াও ৩ দোকানীকে দ্রব্যমূল্য না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন করায় ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা চাই পৌর শহরকে সুন্দর ও যানযট মুক্ত রাখতে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। অভিযানের এ ধারাবাহিকতা অব্যহৃত থাকবে।