গোলাপগঞ্জ প্রতিনিধি : মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিসচার সভাপতি ইলিয়াস আহমদের পরিচালনায় ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা ও ক্রিড়া সম্পাদক ওলিউর রহমান, সদস্য শেখ নুরুল ইসলাম।
বক্তারা বলেন, 'সড়কে চলাচল করতে গিয়ে আমাদের বেখেয়ালির কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে। আমাদের উচিত সড়কে চলাচল করতে গিয়ে সচেতনতা অবলম্বন করা। মানুষকে সচেতন করে গড়ে তুলা।'
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য শাহিন আহমদ, তাওসিফ ছানি প্রমুখ।