গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ন্যাশনাল ব্যাংক শাখায় টাকা না পেয়ে ব্যাংকের গেইটে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ গ্রাহকেরা। এসময় ব্যাংকের ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা। পরে গ্রাহকেরা প্রায় আধা ঘণ্টাব্যাপী সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের চৌমুহনীতে ন্যাশনাল ব্যাংকে এঘটনা ঘটে।
গ্রাহকদের অভিযোগ, প্রায় ২ মাস ধরে ন্যাশনাল ব্যাংক পৌর শহরের চৌমুহনী শাখা থেকে তাদের চাহিদা মতো টাকা উঠাতে পারছেন না। গত কয়েকদিন ৫ হাজার টাকা করে দিলেও সপ্তাহ খানেক থেকে গ্রাহকদের ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তবে সেই ৩ হাজার টাকাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে অনেকে না পেয়ে ফিরে যেতে হয়।
এদিকে সোমবার সকালে গ্রাহকেরা ব্যাংকে টাকা উঠাতে গেলে ব্যাংক কর্মকর্তারা জানান ব্যাংকে টাকা নেই। টাকা আসতে দেরি হবে। অপেক্ষার একপর্যায়ে গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে ব্যাংকের গেইটে তালা দিয়ে দেন। যে কারণে ব্যাংকের ভিতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে প্রায় শতাধিক গ্রাহক প্রায় আধা ঘণ্টা ব্যাপী সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। যে কারণে সড়কের দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে গ্রাহকদের বুঝিয়ে ব্যাংকের গেইটের তালা খুলে দিয়ে কর্মকর্তা-কর্মচারিদের অবরুদ্ধ হওয়া থেকে উদ্ধার করেন। গোলাপগঞ্জের ন্যাশনাল ব্যাংক শাখায় ৭/৮ হাজার গ্রাহক রয়েছেন বলে জানা যায়।
ব্যাংকের এক মহিলা গ্রাহক বলেন, 'আমার ছেলের চিকিৎসার জন্য ব্যাংকের কাছে কান্না করেও টাকা পাইনি। আমাদের টাকা আমরা কেন পাবো না?'
ব্যাংকের আরেক গ্রাহক বলেন, 'আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা তুলতে এসে টাকা পাইনি। গত ১৫ দিন ধরে এ অবস্থার মধ্যে আছি।'
অভিযোগের বিষয়ে ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মো.মুজাম্মেল হক বলেন, 'সারাদেশে আমাদের ব্যাংকের মতো আরও ৮/১০ টা ব্যাংকে টাকা সংকট। প্রথম দিকে গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারলে বর্তমানে তা সম্ভব হচ্ছে না। গ্রাহকেরা আতঙ্ক নিয়ে অনেকেই ব্যাংকে আসছেন, যে কারণে টাকার সংকট থাকায় তাদের চাহিদা ঠিকমত পূরণ করা যাচ্ছেনা। আমার এখানে যতটুকু প্রয়োজন সেটা আমরা সেন্ট্রাল থেকে পাচ্ছি না।'
কবে এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি এই ব্যাংক কর্মকর্তা।