শান্তিগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ একযুগ পর রাজনৈতিক মামলার জটিলতা কাটিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদকে আগামীকাল (রবিবার) গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।
গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে নিজ এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
শনিবার বিকাল ৪ টায় নিজ বাড়ির আঙ্গিনায় এই মতবিনিময় সভা করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন চন্দ্রপুর গ্রামের মুরব্বি আব্দুল গফুর।
মতবিনিময় সভায় আনছার উদ্দিন বলেন, 'আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির করে আসছি। আপনাদের ভোটাধিকার, মৌলিক অধিকার ফিরিয়ে দিতে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে জেল-জুলুম, মামলার শিকার হয়েছি। ৫ই আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির সক্রিয় অংশগ্রহনের ফলে আমাদের দীর্ঘ আন্দোলন সফল হয়েছে। যখন দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে তখন দেশের আপামর জনতার ভোটে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। অতিতে আপনজন হিসাবে আপনারা যেভাবে পাশে থেকে সাহস যুগিয়েছেন, সমর্থন দিয়েছেন ভবিষ্যতেও আপনারা সেভাবেই আমাকে সহযোগীতা করবেন এমনটা প্রত্যাশা করি। আমিও কথা দিচ্ছি অতিতে যেভাবে সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতে আমাদের দল সরকার গঠন করলে আরো বিস্তৃত পরিসরে আপনাদের সহযোগী হয়ে থাকবো। আগামীকাল সুনামগঞ্জ-৩ আসনের আগামীদিনের কান্ডারি কয়ছর আহমদের গণসংবর্ধনায় আপনারা দলে দলে অংশ নিয়ে বিএনপিকে আরো শক্তিশালী করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজ্বি কমর উদ্দিন, আউয়াল উদ্দিন, আব্দুল লতিফ, রিয়ান উদ্দিন, হেকিম মিয়া, কমর আলী, প্রবীণ মুরব্বি মুক্তার আলী, নুরুল হক, সাদির মিয়া, ইসলাম উদ্দিন, লাল মিয়া, মুরাদ মিয়া, সুফি মিয়া, রফিক মিয়া, আজিজুল হক, আব্দুল কাদির, মাসুম মিয়া, ফয়জুল হক, আখলুছ মিয়া, আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মাসুম আহমদ, শহিদুল ইসলাম মুন্সি, ছাত্রদল নেতা ইমরান আহমদ, আবু তাহের ইমন সহ আরো অনেকে।