আহত দুজন হলেন সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার মো. হাসান মাহমুদ (২৫) ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার (২৬)। হাসান মাহমুদ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রাত ১০টার দিকে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান মাহমুদ ও মাজহার শুক্রবার রাত আটটার দিকে মেন্দিবাগ মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।