গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ফখর উদ্দিন নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নিহত ফখর উদ্দিনের বড় ভাই সাহাব উদ্দিন (৫৫) বাদি হয়ে ১২ জনের নামোল্লেখ ও ৬/৭ জনকে অজ্ঞাত করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং: ২৪, তাং: ৩০/৯/২০২৪ ইং)।
এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাতে ২জনকে গ্রেপ্তার করে৷
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পৌর এলাকার রণকেলী নুরুপাড়া গ্রামের মৃত আজিব আলীর ছেলে সুলেমান (৪৫) ও মৃত সিদই আলীর ছেলে লুতু আহমদ (৫০)।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নিহত ফখর উদ্দিন অংশগ্রহণ করলে মামলার আসামি দুলাল ও সালাম বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরদিন ৫ আগস্ট ফখর উদ্দিন সিএনজি অটোরিকশা নিয়ে রাঙাডহর বাজারে আসলে মামলার আসামিরা সঙ্ঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হোন ফখর উদ্দিন। এরপর স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও চিকিৎসা নিতে আসামিরা বাঁধা প্রদান করে বলে মামলা সূত্রে জানা যায়।
আরও জানা যায়, ওসমানী হাসপাতাল থেকে পরবর্তীতে নিহত ফখর উদ্দিনকে নর্থ ইস্ট হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৯ সেপ্টেম্বর তাকে সিলেট পার্কভিউ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলে তিনি মারা যান৷
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যহৃত রয়েছে৷