ওসমানীনগর প্রতিনিধি : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে এক বন্যার্ঢ র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাশরুপা তাসলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, ওসমানীনগর থানার এস আই জহুরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সদস্য আবুল কালাম আজাদ, খুজগীপুর মান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, সহ-সভাপতি জিতু মিয়া, সফল মৎস্যচাষী সঞ্জব আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসমানীনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, সদস্য এমদাদুর রহমান খান, মৎস্যচাষী ফয়জুল ইসলাম।
অনুষ্টানে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার হিসেবে সন্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামন থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কেন্টিনের সামনে এসে র্যালীর সমাপ্তী হয়।
পরে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।