গোলাপগঞ্জ প্রতিনিধি : কোটা বিরোধী আন্দোলনে গ্রেপ্তার শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তি না দিলে সিলেট বিভাগের চলমান এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ না করার বিবৃতি প্রকাশ করেছে গোলাপগঞ্জ উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান সরকারি এমসি একাডেমীর এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা৷
বুধবার (৩১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি একটি বিবৃতি প্রকাশ করেন সরকারি এমসি একাডেমীর ২০২৪ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা৷
বিবৃতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের সাথে সাথে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন জনকে প্রকাশ হওয়া বিবৃতি পোস্ট করতে দেখা যায়।
প্রকাশ হওয়া বিবৃতিটি হুবহু পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো :
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ উসমান ফারুক নামে একজন লিখেন, 'এ তারুণ্য কে কারা রুখবে। লাল সালাম। We are MCIAN। মনে রাখবেন গোলাপগঞ্জ ইতিহাসের অন্যায় এর বিরুদ্ধে যদি সব সময় সর্ব প্রথম কোনো প্রতিষ্ঠান রুখে দাড়ায় তার নাম এম সি একাডেমি এটা বার বার কাগজে কলমে প্রমাণিত।'
নাহিদ আহমদ নামে একজন লিখেন, 'এই তারুণ্যের জোয়ার রুখবে কে, তারুণ্য জেগেছে।'
আল সাঈদ নাবিল লিখেন, 'এ তারুণ্য কে কারা রুখবে? লাল সালাম। We are MCIAN.'