সোমবার গোলাপগপঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, ছেলেটা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। সন্দেহ করে গণপিটুনি এরপর তার বক্তব্য সাজিয়ে মিথ্যা ভাবে উপস্থাপন করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন। গুজবের সাথে যাকেই জড়িত পাবো আমরা তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, রোববার বিকেলে ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী জকিগঞ্জ উপজেলার বিরশ্রী গ্রামের ইউছুফ আলীর ছেলে আব্দুল মজিদ (২৫) ঘুরাঘুরি করছিল। এসময় এক শিশু চিৎকার দিয়ে ছেলে ধরা বললে আশপাশের লোকজন তাকে গণপিটুনি দিয়ে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর গোলাপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে আসে। এরপর তার পরিবারের লোকজন আসলে তাদের জিম্মায় এই যুবককে ছেড়ে দেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানায়, ওই যুবক শিশুকালে টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছিল। এরপর থেকে সে বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে যায়।