মো: রিয়াজ উদ্দিন, লন্ডন থেকে : বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সম্মেলন ও এক যুগ পূর্তি গতকাল সোঁনারগাও রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।
প্রচুর সংখ্যাক লোকের উপস্হিতিতে একটি আনন্দঘন পরিবেশে সভাটি একটি মিলন মেলায় পরিনত হয়। নবাগতদের স্বাগত জানান সকলেই। নতুন পুরাতনের সংমিশ্রন সভাটি সত্যিকার অর্থে আনন্দমেলা রূপ ধারন করে।
সভাশেষে সর্বসম্মতিকরমে বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমান মুজিব কে সভাপতি, তরুন সমাজ সেবক আলী হোসেন কে সাধারন সম্পাদক ও মো তাজ উদ্দিন কে কোষাধ্যক্ষ করে নতুন কমিটি ঘোষনা করা হয়।
প্রথম পর্বে সভাপতি ছিলেন আলহাজ্ব লায়েকুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক আবদুল আহাদ।
২য় পর্বে সভায় সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুস সালাম ও সভা পরিচালনা করেন সমাজসেবী ফেরদৌস আলম।
অনুষ্টানে সম্মানিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি লিডার ও মিডিয়া পারসন মিসবাহ জামাল, সেন্ট্রাল লন্ডন ম বায়তুল আমান মসজিদের সভাপতি তাজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী বারিছ আলী ও মোকতার উদ্দিন প্রমুখ।
পরে চমৎকার আপ্যায়নের মাধ্যমে সভার সভার সমাপ্তি হয়।