ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বাংলা ভাষা বিশ্বের বুকে পরিচিতি লাভ করে। বিশ্বের বাঙ্গালীরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে। প্রফেসর লিয়াকত শাহ ফরিদী বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। ইতিহাস ও বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি তার বাবার নামে যে পাঠাগার স্থাপন করেছেন এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
শনিবার বিকেলে সিলেটের ওসমানীনগরে শাহ ইরফান আলী পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থিস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, যুক্তরাজ্য আওয়ামী লীগের গণসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান চৌধুরী আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউপি চেয়ারম্যান শাহেদ আহমদ মূছা, মঈন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবিদুর রহমান, বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অবসর অরাপ্ত সহকারী অধ্যাপক প্রণয় কুমার পাল, সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রভাষক অহি আলম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউর রহমান আলা, আওয়ামী লীগ নেতা তফজ্জুল হোসেন, লুৎফুর রহমান, নাজমুল হোসেন মুন্না, এবি ব্যাংক শাখা ব্যবস্থাপক শাহ এসএম সাজ্জাদ প্রমূখ।