একই আদেশে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।
নানা কারণে সম্প্রতি সমালোচনার মুখে পড়েন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। কোটা সংস্কার আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া, তাদের সঙ্গে নিয়ে খাওয়ার ছবি প্রচার করার কারণে উচ্চ আদালত উষ্মা প্রকাশ করে। এছাড়া তার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে।
সূত্র : মানবজমিন