নিজস্ব প্রতিবেদক : উদ্দীপন হবিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আইয়ুব হোসেন অসুস্থ হয়ে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সঙ্কটাপন্ন।
শুক্রবার (২৮ জুন) বিকেলে হবিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আইয়ুব হোসেন এর শরীরের হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে হবিগঞ্জ থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং পরে ঢাকার শমরিতা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
হবিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আইয়ুব হোসেনের পরিবার, দেশবাসী, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও আত্মীয়-স্বজনদের কাছে তার সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত কামনায় দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ উনাকে সুস্থতার নিয়ামত দান করুন।