দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকা ডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে সুরমা নদীতে এ নৌ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৩২) এবং তার মেয়ে ময়না খাতুন (২) ও বৃদ্ধা গুলজান বেগম (৬৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১১টায় আজমপুর মুজিবপল্লী থেকে একটি নৌকায় ৭ জন যাত্রী সুরমা নদী পার হয়ে দোয়ারাবাজারে যাচ্ছিলেন। এ সময় প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা ৪ জনকে জীবিত উদ্ধার করে। তবে মা-মেয়ে ও এক বৃদ্ধা নদীর স্রোতে ভেসে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলেও এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, ফায়ারসার্ভিস ও দোয়ারাবাজার থানা পুলিশের যৌথ উদ্ধার কাজ চলমান রয়েছে।