গোলাপগঞ্জ প্রতিনিধি : চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের কোন ধরণের উস্কানিতে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বিপ্রতীপ চন্দ্র (তাপ্পু)।
বুধবার (১৭ জুলাই) রাতে তিনি তার নিজ ফেসবুক আইডিতে এক পোস্টে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সরকারি এমসি একাডেমীতে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি বলেন, সরকারি এমসি একাডেমীর প্রাক্তন শিক্ষার্থী ছিলাম আমি। যে কোন আন্দোলনে সকলের সাথে ছিলাম। আমি বলতে চাই, তোমাদেরকে বলির পাঠা বানিয়ে, তোমাদের মাধ্যমে উসকানিমূলক কথা বলে একটি দল যে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সেই দিকে তোমরা খেয়াল রাখবে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। যে কোন সাধারণ মানুষের আন্দোলন করার অধিকার আছে এই দেশে, এই দেশ স্বাধীন দেশ।
তিনি তার ফেসবুক পোস্ট লিখেন-
🪷প্রিয় শিক্ষার্থীরা এই লেখাটা একটু পড়বে মনযোগ দিয়ে আশাকরি।
প্রান প্রিয় শিক্ষার্থীরা কালে আমার প্রানের প্রিয় বিদ্যাপীঠ সরকারি এম সি একাডেমী ইস্কুল এন্ড কলেজ কোটা বাতিলের দাবিতে আন্দোলন কর্মীসূচী হিসাবে মিছিল দিবে ফেইসবুক পােষ্ট করতেছো। আমি প্রাক্তন একজন শিক্ষার্থী হিসাবে তোমাদের প্রতি আমার একটা বার্তা তা হলো এই প্রতিষ্ঠানে সকল সব সময় এই শিক্ষার্থীদের পাশে ছিলাম আছি। তোমাদের কে কেউ কোন ধরনে উসকানিমূলক কথা বলে যেকোনো ধরনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই দিখে খেয়াল রাখবে। শান্তির্পূনভাবে কর্মসূচি পালন করবে। যেকোনাে সাধারণ মানুষের আন্দোলন করারা অধিকার আছে এই দেশে এই দেশ স্বাধীন দেশ।
আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। সাধারন শিক্ষার্থীদের কিচ্ছু হবে না। সরকারও সাধারণ শিক্ষার্থীদের চাওয়াকে সমর্থন করে।তাই সরকার উচ্চ আদালতে আপিল করেছে শিক্ষার্থীদের পক্ষে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সুযোগে যারা দলীয় স্বার্থ হাসিল করতে চাচ্ছে,তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান বরাবরের মতো কটুর। নিশ্চিত শিক্ষার্থীদের পক্ষে রায় আসবে কারন এই কোটা দাবীতে সবাই একমত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এব্যাপারে আজকের বক্তব্যে সব ক্লিয়ার করেছেন সুতরাং আর জল ঘোলা করবেন না। বিশেষ করে সাধারণ শিক্ষর্থীদের বলবো যাতে তোমাদের কে কোনো মহল ব্যাবহার করে যেন অন্য কোনো দল বা গুষ্টি কোন ধরনের অপ্রতিকর ঘটনা বা ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে খেয়াল রাখাবে।