গোলাপগঞ্জ প্রতিনিধি : “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গোলাপগঞ্জ শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপন কর্মসূচী -২০২৪ পালন করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গোলাপগঞ্জের শাখা প্রধান মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ শাহিন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিলেট জোনাল অফিসের পল্লী উন্নয়ন প্রকল্পের জোনাল ইনচার্জ হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর এম ফজলুল আলম, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসাইন, ঢাকা উত্তর রানাপিং হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গোলাপগঞ্জ শাখার ম্যানেজার অপারেশন রুবেল আহমদ, শাখার পল্লী উন্নয়ন প্রকল্প ইনচার্জ নুরুল কবির, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আকমাম হোসেন, ইনভেস্টমেন্ট অফিসিয়াল মনিরুজ্জামান রাসেল।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা গোলজার হোসাইন।
এসময় ১হাজার ৫শত ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের বিনিয়োগ গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।