মুফিজুর স্বপন :
প্রেম
তোমার সাথে আমার সম্পর্ক
চালার সাথে আটকানো
খুপরিতে বসা কবুতরের মতো
খু-উ-ব কাছাকাছি।
অথচ ধরতে গেলে উড়ে যায়!
উড়ে যাওয়া ভালো,
মিলনে প্রেমের সফল পরিসমাপ্তি হয়ে যায় বলে
সহজ সম্পর্ক নষ্ট করে মানুষ প্রেমকে অমর করে রাখে।
আড়াল
মাটি পতনের ঘায়ে আন্দোলিত হয় নিরীহ জল
কালচে-নীল জলের ভিতর, রূপালি মাছের তৃষা বাড়ে;
এই অভাবিত বিরহে একদল বুদ্ধিজীবী টেবিলে সময় কাটান দৃশ্যত নিমগ্ন ভাবনায়
কিন্তু তাদের পানাহারের বিল উসুল দেয় সাধারণ মানুষ।
তারপর নুপুর পায়ে নর্তকীর মুদ্রায় ভুল হয়
বুকের মধ্যে আকন্দের আঠার মতো জীবীকার উদ্বেগ নিয়ে,
নিজের ছায়ায় নিমজ্জিত বাতিঘরের অন্ধকারে
নুপুরের ধ্বনি-দ্যোতনার বদলে ঘর ভাঙার ক্ষয়িত শব্দ।
উপার্জিত নয় খামারে চাষাবাদ করা জ্ঞান নিয়ে
পথের দাসত্বে প্রতিপালিত মানুষের জন্মবীজে বেড়ে উঠে পাপ এভাবেই সভ্যতার ওষুধী সারস স্ফটিক ডানা মেলে
আকাশে-আকাশে, এশিয়া-য়ূরোপ হয়ে গুয়েতেমালার বন্দী শিবিরে।
এপিটাফ
নদীতে পূজা দিয়েছিলাম যদি কোনো বিনিময় মিলে
সেই নদী হতে ধোঁয়াটে কিছু বাষ্প আমার দিকে আসতে-আসতে,
একসময় আকাশে মিলিয়ে গেলো এই শূন্যতা নিয়ে জ্ঞানীজনেরা বিশ্লেষণ করলেন
পালাবদলের নৃ-তত্ত্বে পৃথিবীর বয়েস বাড়ছে।
যে শূন্যতা বাতাস দেয়া বেলুনের মতো রাতারাতি পূর্ণ হয়ে যায়
তা কেবলি দৃষ্টিশৈলী, জায়গা দখল,
ভিতরে-ভিতরে অনাবাদি ভূমির দূরত্ব নিয়ে
গুমরে কাঁদে সার্বজনীন শূন্যতা।
কালো নারীর দুঃখবোধের চেয়ে সুন্দরীর বিড়ম্বনা কোনো অংশে কম নয়।