গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে গত ২ দিন ধরে মো.আবু বক্কর সিদ্দিক (২০) নামে এক কোরআনে হাফেজ নিখোঁজ রয়েছে।
এঘটনায় সোমবার (১ জুলাই) দুপুরে নিখোঁজ কোরআনে হাফেজের ভাই আফজাল হোসেন তার ভাইয়ের সন্ধান কামনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৭, তাং: ১/৭/২০২৪ইং) করেছেন।
নিখোঁজ কোরআনে হাফেজ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামের ফখরুল ইসলামের ছেলে৷ সে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসার ছাত্র।
জিডি সূত্রে জানা যায়, গত ২৯ জুন বিকেল ৩টার দিকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আবু বক্কর সিদ্দিক মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তার পরিবার থেকে মাদ্রাসায় খুঁজ নিয়ে জানতে পারেন সে মাদ্রাসায় যায় নি। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজ করেও এখন পর্যন্ত তার খুঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের ভাই আফজাল হোসেন বলেন, গত কোরআনি ঈদে মাদ্রাসা বন্ধ হওয়ায় সে ছুটিতে বাড়িতে আসে। এরপর ছুটি কাটিয়ে গত ২৯ জুন বিকেলে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়। পরবর্তীতে মাদ্রাসা খুঁজ নিয়ে জানতে পারি সে মাদ্রাসায় যায়নি। আমার ভাইয়ের সন্ধান কামনায় গোলাপগঞ্জ মডেল থানায় জিডি করেছি। আমি সকলের কাছে অনুরোধ করব যদি কেও আমার ভাইয়ের সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার (০১৭২০-৯৩২৭৯৩)৷