গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে গত ৬ দিন ধরে ইয়াছিন আরাফাত তুহিন (১৬) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে।
এঘটনায় বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিখোঁজ স্কুল ছাত্রের মা স্বপ্না বেগম ছেলের সন্ধান কামনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১০২, তাং: ২৭/৬/২০২৪ইং) করেছেন।
নিখোঁজ স্কুল ছাত্র উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া বাঙালীগুল গ্রামের কাওছার আহমদের ছেলে৷ বর্তমানে তারা পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
জিডি সূত্রে জানা যায়, গত ২২ জুন বিকেল ৩টার দিকে নিখোঁজ স্কুল ছাত্র তুহিন বাসা থেকে বের হয়৷ পরবর্তীতে সে আর বাসায় ফিরেনি। বাসায় না ফেরায় আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজ করেও এখন পর্যন্ত তার খুঁজ মিলেনি।
নিখোঁজ স্কুল ছাত্রের মা স্বপ্ন বেগম বলেন, পরিবারের কারো সাথে তার কোন সমস্যা হয়নি। এমনিতে বিকেল বেলা সে বাসা থেকে বের হয়ে গেলে আর বাসায় ফিরেনি। আমার ছেলের সন্ধান কামনায় থানায় জিডি করেছি। আমি সকলের কাছে অনুরোধ করব যদি কেও আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার (০১৭১৯-৩৪২১২৯)৷