নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীতে পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ঘরবাড়ি প্লাবিত ৬১টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন।
শনিবার (২২ জুন) নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ৬১ টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিয়াঙ্কা পাল।
প্রতি প্যাকেট ছিল- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবন ০১ কেজি, চিনি ০১ কেজি তেল ০১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম মোট ১৪.৪০ কেজি।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আকুল মিয়া প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীতে পানি বেড়ে যায়। এতে নদীর সুনামগঞ্জের পাড়ে অবস্থিত হবিগঞ্জ জেলার সীমানাধীন নিচু এলাকা গালিমপুরের ঘরবাড়ি প্লাবিত হয়।