দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়ন নোয়াপাড়া খাসিয়ামারা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুস্থ, গরীব ও অসহায় মানুষদের মাঝে ১০ কেজি করে জিআর এর চাল বিতরণ করা হয়েছে।
শবিবার (২২ জুন) দুপুরে লক্ষীপুর ইউনিয়ন নোয়াপাড়া ২১০ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর এর ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
চাল বিতরণ উদ্বোধন করে সার্বক্ষনিক উপস্থিত থেকে দিক নির্দেশনা ও সহযোগীতা প্রদান করেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম জহির।
এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার ও জিআর'র ট্যাগ অফিসার আলী আজগর, ইউপি সদস্য মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, জমিলা বেগম,হুসনেয়ারা বেগম, পারুল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য বিশেষ ব্যাক্তিবর্গ।