গোলাপগঞ্জ প্রতিনিধি : ফ্রান্স প্রবাসী সিলেট দিশারী সমাজ কল্যাণ সংস্থা ফ্রান্সের সাধারণ সম্পাদক কানুন রশিদ এর পক্ষ থেকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার হিসেবে নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়েছে।
রবিবার (৯ জুন) দুপুরে স্কুল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন কানুন রশীদ এর বড় ভাই ফ্রান্স প্রবাসী শামীম আহমদ ।
প্রধান অতিথির বক্তব্যে ফ্রান্স প্রবাসী শামীম আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত। এই বিদ্যালয়ের জন্য আমার অবস্থান থেকে সবধরণের সহযোগিতা থাকবে। তোমরা কথা দাও, ভালোভাবে পড়ালেখা করবে। তোমাদের সুশিক্ষা নিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে যেতে হবে। ভালো মানুষ হতে হবে। দেশপ্রেম থাকতে হবে। শিক্ষকসহ বড়দের সম্মান করতে হবে তাহলে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সংগীত চক্রবর্ত্তী এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হারুনুর রশীদ, ম্যানেজিং কমিটির সদস্য এনামুল করিম, শিক্ষানুরাগি সদস্য আসরাফ আলী, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, সহকারী শিক্ষক মিসবাহ উদ্দিন, মীরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমীরন দাস।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল মিয়া।
এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।