ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে হাজী আয়মত খান ও খায়রুন বেগম ফাউন্ডেশনের উদ্যােগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম বুরুঙ্গা ও খয়েরপুর এলাকার দুই শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রথমপাশা গ্রামের সাবেক মেম্বার হাজী আজমত খান, হাজী আয়মত খান ও খায়রুন বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি সেলিম খান, সাধারণ সম্পাদক জামাল খান সামছু, শেখ আসাদুজ্জামান জুবায়ের, শিক্ষক ফুল মিয়া, ছালিকুর রহমান ছালিক, মদরিছ খান, হান্নান খান, গৌছ আলী, এমদাদুর রহমান খান, রাবেল খান, আনছার মিয়া, ফারুক মিয়া, ফজলু মিয়া, আব্দুল গফুর, মন্জুর হোসেন প্রমুখ।