আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিল আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম জয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৩ জুন) ব্রাজিল নিজস্ব কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি নিয়াজ খান সিফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ ছামী কামালের পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম জয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দবির আহমদ, খায়রুল আলম, তোফায়েল আহমদ, জামিল আহমদ, আমির হোসেন, নাহিদ খান, সোহেল আহমদ স্বেচ্ছাসেবকলীগের পক্ষে মাসুম মাহমুদ, যুবলীগের পক্ষে খালেদ আহমদ সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই।
এসময় ব্রাজিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদ ছামী কামাল বলেন, সংগঠনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।