গোলাপগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার ৩ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা৷
বুধবার (৫ জুন) রাতে সংগঠনের উপদেষ্টা পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন ও ব্যবসায়ী আলিম উদ্দিনের সাথে পৃথক পৃথক ভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো.ইলিয়াছ আহমদ, সহসভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবর, সহসাধারণ সম্পাদক সুমন আলী, মো.এমরান হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, প্রচার সম্পাদক আব্দুল আজাদ চৌধুরী, প্রকাশনা সম্পাদক লায়েক আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.সাইদুল ইসলাম আহাদ, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক মো.অলিউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন সদস্য মো.মাহবুবুর রহমান, শাহিন আহমদ, মো.ফাহিম আহমদ, দেলোয়ার হোসেন মান্না, অলিউর রহমান, সাকেল আহমদ, সানী আহমদ, মো.রুহুল আমিন।
সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টাবৃন্দ নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা জানান। এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যে কোন কাজ করার আহবান জানান তারা।