বিশ্বনাথ প্রতিনিধি : রেসকিউ লাইফ ফাউন্ডেশনের উপশাখা রেসকিউ লাইফ ইমারজেন্সি টিমের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ৩য় দিন ব্যাপী শুকনো খাবার ও ঔষধ বিতরণ হয়েছে।
শুক্রবার (২১ জুন) উপজেলার রামপাশা খাজাঞ্চি ও লামাকাজী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু গ্রামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দু নূর তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ আহমদ সুয়েব এর নেতৃত্বে শুকনো খাবার বিতরণে অংশ নেন যুক্তরাজ্য প্রবাসী ও শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের সহসভাপতি শাহ নিজাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়াসহ রেসকিউ লাইফের দায়িত্বশীল ২০ জন তরুণ।
এসময় সংগঠনের সভাপতি আব্দু নূর তুষার বলেন, বন্যাকালীন সময়ে বিভিন্ন সংগঠন ও প্রবাসীরা এগিয়ে এসেছেন, রেসকিউ লাইফকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে সব সময় যোগাযোগ করছেন। বন্যার পানি যতদিন আছে আমাদের এই কার্যক্রম ধারাবাহিক অব্যাহত থাকবে।