মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ওডসডাল শহরে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আব্দুস সালাম। সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পূর্ব মাইজভাগ গ্রামের কাজি হাফিজুল ইসলামের পুত্র।
নিহতের বিষয়টি নিশ্চিত করে নিহতের পিতা কাজি হাফিজুল ইসলাম জানান, আমার ছেলে সাউথ আফ্রিকায় তার নিজস্ব দোকানে ব্যবসা করতো। এই দোকানটি বিক্রি করার সময় কয়েকজন বাংলাদেশীর সাথে তার বিরোধ হয়েছিল বলে আমাদের জানিয়েছিল। এই বিরোধের কারণেই তারা আফ্রিকান সন্ত্রাসীদের ভাড়া করে আমার ছেলেকে গুলি করে হত্যা করিয়েছে। সেই দেশের প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই।
সন্ত্রাসীরা ঘরের জানালো দিয়ে প্রথমে তার বুকে গুলি করে। পরে নিশ্চিত করতে ঘরের ভিতরে প্রবেশ করে বেশ কয়েকটি গুলি করে।
জানা যায়, বর্তমানে সালামের লাশ ঢাকায় রয়েছে৷ রাতেই তার লাশবাহী গাড়ি তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে৷