গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ জুন) রাত ১০ টায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠান ও জানাযার নামাজে উপস্থিত ছিলেন বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন সিলেট নগরীতে তার নিজ বাসভবনে সোমবার দুপুর ২টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। মরহুম আমান উদ্দিনের তিন ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।