আলোচিত সিলেট ডেস্ক : বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট জেলা শাখার নতুন কমিটিতে যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন গোলাপগঞ্জের শান্ত দাশ।
বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপঙ্কর শিকদার দীপু ও সাধারণ সম্পাদক সুমন কুমার রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
নতুন কমিটিতে বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ উপজেলার শান্ত দাশকে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়।
শান্ত দাশ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে যুগ্ম আহবায়ক মনোনীত করায় বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি ও আন্তর্জাতিক হিন্দু পরিষদের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে সংগঠন কে সুসংগঠিত করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, আমি আজীবন সামাজিক কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত রাখার প্রয়াস নিয়েছি। আমি দীর্ঘদিন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। চেষ্টা করেছি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে আমার আদর্শকে সামনে রেখে কাজ করার। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ মাতৃকার কল্যানে কাজ করে সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।