বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
ভূমিষ্টের পর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার করেন জরুরী বিভাগের ডাক্তার মামুুন মিয়া।
এদিকে অ্যাম্বুলেন্স বিকল থাকায়, শিশুকে কমপ্লেক্সের জরুরী বিভাগের অক্সিজেন সাপোর্টে রাখার অনুরোধ জানিয়ে, বিকল্প অ্যাম্বুলেন্স ব্যবস্থার চেষ্ঠা করছিলেন তার পিতা। ডাক্তার সে সময়টুকু না দিয়ে অক্সিজেন সার্পোট ছাড়াই তাদের যেতে বললে, পথিমধ্যেই সিএনজিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
ঘটনাটি গেল রবিবার (২৩ জুুন) রাতের। এটি রাতেই সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেন নেটিজেনেরা।