ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে বন্যা কবলিত মানুষের মাঝে উপজেলা প্ররিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল (২৩ জুন) রবিবার উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খয়েরপুর ও তিলাপাড়াসহ কয়েকটি গ্রামের পানিবন্ধি মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ (ভিপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের জন্য অনেক কিছু করছেন। তিনি ভানবাসীদের জন্য যে বরাদ্দ দিয়েছেন সেটা আমরা সুন্দরভাবে বন্টনের জন্য বন্যার শুরু থেকেই কাজ করছি। দেশের যেকোনো দুর্যোগে আমাদের প্রবাসীরা পাশে এসে দাঁড়ান, এবারও আপনারা বন্যার্তদের পাশে দাঁড়াবেন এই অনুরোধ জানাই। আপনাদের রেমিট্যান্সের কারণেই আমাদের অর্থনীতির চাকা সচল হয়। পাশাপাশি বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে আসুন আপনারা-আমরা সবাই মিলে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াই।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ (ভিপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দাল মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান জুবায়ের, ইউপি সদস্য ছালিকুর রহমান ছালিক, সাদিকুর রহমান খানসহ বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।