গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিহত বাচ্চু আহমদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট-ঢাকা আন্তঃ জেলা সড়ক পরিবহনের সভাপতি ইব্রাহিম আলী, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শাখার সভাপতি হাজি ময়নুল ইসলাম, সহসভাপতি শাহিন আহমদ, ইউপি সদস্য রাজু আহমদ, সিলেট-ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর-ফেঞ্চুগঞ্জ বাস উপকমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ঢাকাদক্ষিণ বাজার বনিক সমিতির সাংগঠনিক মিসবাহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার সভাপতি তুহিন আহমদ, সহসভাপতি আলম, সাধারণ সম্পাদক মুর্শেদ, প্রবাসী আব্দুস সামাদ, মুরব্বি মানিক মিয়া, লিটন আহমদ, মাছুম আহমদ, সাদিক আহমদ প্রমুখ৷
উল্লেখ্য, চলতি বছরের ১১ মে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে বাচ্চু আহমদ নিহত হন। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।