গোলাপগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ সম্পূর্ণ হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার বাঘা ইউনিয়নের লাল নগর এলাকার পানি বন্দী প্রায় শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ বাবর, সাংগঠনিক সম্পাদক মো: শাহ্ আলম, অর্থ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, সমাজসেবা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সদস্য অলিউর রহমান, তাওসিফ সানি, তামিম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রথম ধাপে ত্রাণ বিতরণ সম্পূর্ণ হয়। এ দ্বারা অবহৃত রাখবেন বলে জানান দায়িত্বশীলরা।