গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বখাটেদের হামলায় আতাউর রহমান জুয়েল (২৮) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জায়জরং পুল সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে।
হামলার শিকার ব্যবসায়ী ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের মৃত রছন আলীর ছেলে। বৈটিকর বাজারে তার বালু পাথরের ব্যবসা রয়েছে৷
ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, আতাউর রহমান জুয়েল এলাকার আরেকজনের সাথে বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ি দক্ষিণপাড়ায় জায়জরং এর পুলের কাছে যান। সেখান থেকে আসার পথে রাস্তার পাশে ৭/৮ জন যুবককে মাদক সেবনের সময় তিনি দেখলে তাদের বাধা দেন।
এসময় তারা আতাউর রহমান জুয়েলকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তারা।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।