আলোচিত সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করায় ৬ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় অভিযুক্ত হয়েছেন গোলাপগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাহিদ আহমদ।
অভিযুক্ত জাহিদ আহমদকে খুঁজতে তদন্তে আসে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার থানা পুলিশের এএসআই চন্দ্র শেখর চক্রবর্তী জাহিদ আহমদের পিতার ব্যবসা প্রতিষ্ঠান মাইশা স্টোরে আসেন। এসময় তিনি যুবদল নেতা জাহিদ আহমদ কোথায় আছে জানতে চাইলে তার পিতা মানিক মিয়া এ বিষয়ে জানান, যে তার সাথে তাদের পরিবারে কোন যোগাযোগ নেই।
এ বিষয়ে মানিক মিয়া সাংবাদিকদের জানান, আমার ছেলে জাহিদ আহমদ সহ ৬জনের নামে সিলেট সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা (মামলা নং-৩২/২০২৪ইং) দায়ের করেছেন সুনামগঞ্জ ছাত্রলীগের একজন নেতা। এ বিষয়ে আজ পুলিশ জাহিদ আহমদকে খুঁজতে আমার ব্যবসা প্রতিষ্ঠান মাইশা স্টোরে এসেছিল।
তার অবস্থান জানতে পুলিশ আমায় জিজ্ঞাসাবাদ করেছে।
জানা যায়, গত ৩১ জানুয়ারি সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ছাতক উপজেলার রামপুর গ্রামের মোহাম্মদ ইমাম উদ্দিনের ছেলে ও ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার উপ পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুল আলম একটি মামলা দায়ের করেন।
এই মামলায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম রায়গড় গ্রামের মানিক মিয়ার ছেলে ছাত্রদল নেতা জাহিদ আহমদ (২৩), ওসমানী নগর উপজেলার ছোট ধিরারাই গ্রামের মোঃ ইলিয়াছুর রহমানের ছেলে জুবায়ের আহমদ (৩৫), গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের আছার উদ্দিনের ছেলে আলিম উদ্দিন (৩৪), ছাতক উপজেলার শেওলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের পুত্র জাবের হোসাইন (২৩), কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কুমড়াকাপন এলাকার মোঃ আব্দুর রউফের ছেলে ঈমান আহমদ ওয়াফি (২১) ও ফেনির ৭৪৮ শান্তি কোম্পানি রোডের মৃত আবু বকরের ছেলে মোঃ ঈমাম হোসেন (৩৫)কে আসামী করা হয়।
ওই ছাত্রলীগ নেতা মামলায় অভিযোগ করেন, এজহারভুক্ত আসামীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে বৃঙ্গচিত্র আকারে স্ব স্ব আইডিতে প্রকাশ করে আসছে। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্বক ও মানহানিকর উক্তি প্রচার করে আসছে৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তারা বিভিন্ন সময় কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে। শুধু তাই নয় আসামীগণ সরকার বিরোধী বিভিন্ন নাশকতামূলক কাজেও জড়িত ছিল।