গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলেন বিলাল আহমদ। বৃহস্পতিবার রাতে বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভায় নির্বাচিত সভাপতি আলেকুজ্জ্বামান আলেক বিদেশে চলে যাওয়ায় বনিক সমিতির সংবিধান মোতাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এসময় পরিষদের সকল সদস্য, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ বলেন, আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো। এজন্য গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন।