ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বর্ষণ ও বজ্রঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন এলাকা। ভেঙে পড়েছে গাছপালা ও ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-ঘর। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ, নেই মোবাইল নেটওয়ার্কও।
জানা যায়, ঘুর্ণিঝড় রেমালের প্রভাব পড়ে ওসমানীনগরে। গত সোমবার বিকাল ৩ টা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে বিরতিহীনভাবে মঙ্গলবার ১২ টা পর্যন্ত চলে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুত। অন্ধকার নেমে আসে উপজেলাজুড়ে। অনেক এলাকায় বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে। এর সাথে মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। প্রায় ৩০-৩২ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকার কারণে প্রবাসী অধ্যুষিত উপজেলাটি নানা সমস্যায় পড়ে। পানি সংকট দেখা দিয়েছে। বাসা বাড়িতে বসবাসরত মানুষজন পানির সন্ধানে বিভিন্ন স্থানে ছুটছেন।
ঝড়ের কারণে গোয়ালাবাজার-খাদিমপুর রোডের খজকিপুরেরর এলাকায় বড় বড় ৩টা গাছ সড়কে পড়ে গেলে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। স্থানীয় লোকজন গাছ কেটে চলাচল ব্যবস্থা স্বাভাবিক করেন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার কালীনচর, বাংলা বাজার, নিজবুরুঙ্গা পশ্চিম, প্রথমপাশা, কামারগাঁও, তিলাপাড়া, খন্দকার বাজার, উছমানপুর, তাজপুর সহ বিভিন্ন গ্রামে ঘর বাড়ি এবং ফলজ ও বনজ গাছগাছালী ভেঙ্গে বিশাল ক্ষতি হয়েছে।
এদিকে ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে বিরতীহীন বৃষ্টির কারণে হাওর, নদী ও খাল-বিল পানিতে ভরে গেছে। ভয়ঙ্কর বন্যর আশংকা করছেন সচেতন মহল।
এদিকে মঙ্গলবার ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছাসহ আরো অনেকে।
বিদুৎতের ব্যাপারে পল্লী বিদ্যুৎ সিরেট-২ কাশিকাপন কেন্দ্রের ডিজিএমের সাথে বার বার যোগাযোগ করেও পাওয়া যায়নি।